পঞ্চসার ইউনিয়ন পরিষদ অফিসটি , পঞ্চসার ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত। এটি প্রথম তলায় অবস্থিত। পঞ্চসার তথ্যসেবা কেন্দ্রের ঠিক ডাকদিকে ইউনিয়ন কাজি অফিস এবং বা দিকে ইউনিয়ন ভূমি অফিস। ঠিক বরাবরই পঞ্চসার ডাকঘরটি অবস্থিত। উপরের তলায় আনসার বিডিপি অফিস অবস্থিত। ইউনিয়ন পশু চিচিৎসা কেন্দ্রটিও পঞ্চসার তথ্য সেবা কেন্দ্রের সামনে অবস্থিত।
অনলাইন সেবা -
০১. বিভিন্ন সরকারী ফরম
০২. সরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট
০৩. জন্ম নিবন্ধন,ভোটার তালিকা হালনাগাদ করন, নাগরিকত্ব সার্টিফিকেট
০৪. এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন সরকারী পরিক্ষার ফলাফল
০৫. সরকারের বিভিন্ন বিভাগের তালিকা ও কর্মপরিধি, পরিসংখ্যান ব্যুরো এবং সরকারী-বেসরকারী সংস্থার বিভিন্ন জরিপ
০৬. কর্মসংস্থান বিষয়ক তথ্য
জীবিকাভিত্তিক তথ্য -
০১. কৃষি - আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রোয়োগ, ফসলে পোকামাকড়ের সংক্রমন প্রতিরোধ সম্পর্কিত তথ্য
০২. স্বাস্থ্য - রোগের লক্ষন, রোগ প্রতিরোধ, হাসপাতাল, চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসবা সম্পর্কিত তথ্য
০৩. শিক্ষা - শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋন সম্পর্কিত তথ্য
০৪. আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য
০৫. ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পর্কিত তথ্য
০৬. সবর্শেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য
বানিজ্যিক সেবা -
০১. ইন্টারনেট ব্রাউজিং
০২. ই-মেইল আদান-প্রদান
০৩. ইন্টারনেটের মাধ্যমে সংবাদপত্র পাঠ করা
০৪. ভিডিও কনফারেন্সিং
০৫. ভিডিও প্রদর্শনী
অফলাইন সেবা -
০১. বিভিন্ন সরকারী ফরম
০২. সরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট
০৩. নাগরিকত্ব সার্টিফিকেট
০৪. ভিজি এফ / ভিজিডি কার্ডধারীদের তালিকা
০৫. প্রাকৃতিক দুযোর্গের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমান
০৬. কর্মসংস্থান বিষয়ক তথ্য
০৭. ইউনিয়ন পরিষদের সেবাসমূহ ( সিটিজেন চার্টার )
০৮. জনগনের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য
জীবিকাভিত্তিক তথ্য -
০১. কৃষি - আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রোয়োগ, ফসলে পোকামাকড়ের সংক্রমন প্রতিরোধ সম্পর্কিত তথ্য
০২. স্বাস্থ্য - রোগের লক্ষন, রোগ প্রতিরোধ, হাসপাতাল, চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসবা সম্পর্কিত তথ্য
০৩. শিক্ষা - শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋন সম্পর্কিত তথ্য
০৪. আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য
০৫. ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পর্কিত তথ্য
০৬. সবর্শেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য
বানিজ্যিক সেবা -
০১. মোবাইল ফোন ব্যবহার করা
০২. মোবাইল ফোন রিচার্জ করা
০৩. কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং করা
০৪. ছবি তোলা
০৫. লেমিনেটিং করা
০৬. স্কানিং করা
০৭. কম্পিউটার প্রশিক্ষন
০৮. আত্নকর্মসংস্থানমূলক বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষন, ইত্যাদী।
বিবিধ্য সেবার মধ্যে :
১। মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া,
২। পরচা ও নকল সংগ্রহ
৩। মোবাইল ব্যাংকিং
৪। মোবাইলে গান, থিম ও রিংটোন লোড
৫। স্ট্যাম্প ও কারটিজ পেপার বিক্রয়
৬। সকল প্রকার সেবার জন্য সার্ক্ষনিক এই নাম্বারটি খোলা থাকবে-০১৯২২২৪২২৪০
সিটিজেন চার্টারঃ- আমরা সকল উদ্যোক্তাগন আমাদের ইউএনও স্যার এর সাথে যোগাযোগ করে খুব শিঘ্রই সিটিজেন চার্টার তৈরী করব।
১। বিভিন্ন মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ
ক) অফিস মেনেজমেন্ট
খ) ইন্টারনেট (বেসিক ইন্টারনেট, ওয়েব পেজ ডেভলপিং, আউটসোর্সিং)
গ) মাল্টিমিডিয়া
ঘ) ফটোগ্রাফিক্স
ঙ) হার্ডওয়ার এন্ড ট্রাবলশুটিং
মো: নাজমুল হাসান
উদ্যোক্তা
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
পঞ্চসার ইউনিয়ন পরিষদ
পঞ্চসার, সদর, মুন্সীগঞ্জ।
যোগাযোগঃ- মোবাইল- ০১৯২২২৪২২৪০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস