পঞ্চসার ইউনিয়নের খালঃ-
পঞ্চসার ইউনিয়নে ছোট বড় প্রায় ৫টি খাল রহিয়াছে। উহার তালিকা নিম্নে প্রদান করা হইল।
০১. ধলেশ্বরী নদী হইতে পালপাড়া, মালির পাথর ও দেওয়ান বাজার হইয়া কাটাখালি খাল।
০২. ধলেশ্বরী নদী হইতে বাগবাড়ী গোসাইবাগ খাল।
০৩. ধলেশ্বরী নদী হইতে মিরেশ্বর বাস্তহারা হইয়া পঞ্চসার খাল।
০৪. ধলেশ্বরী নদী হইতে নয়াগাও প:পাড়া মসজিদ হইয়া চামানী বাড়ী পর্যন্ত খাল।
০৫. ধলেশ্বরী নদী হইতে মালির পাথর খাল।
পঞ্চসার ইউনিয়নের নদীঃ-
পঞ্চসার ইউনিয়নের উপর দিয়া ঐতিহ্য বাহি ধলেশ্বরী ঐতি নদী প্রবাহিত। উক্ত নদীপথদিয়া দক্ষিন অঞ্চলের প্রায় ১১-১২টি জেলা বরিশাল, বড়গুনা,ভোলা,পিরোজপুর,মাদারীপুর,চাঁদপুর সহ অন্যান্ন জেলায় যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন হাজার হাজার লঞ্চ,স্টিমার,কার্গো্ ও ইঞ্জিন চালিত নৌকা সহ বিভিন্ন প্রকার নৌজান চলাচল করে। উক্ত ধলেশ্বরী নদীর উপর পঞ্চসার ইউনিয়ন এলাকায় ধলেশ্বরী ব্রীজ অবস্থিত। উক্ত ধলেশ্বরী নদীর বিভিন্ন যান বাহন ও প্রকৃতিক পরিবেশ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ অত্র এলাকায় আসে। উক্ত ধলেশ্বরী নদী পঞ্চসার এলাকার দৌর্ঘ প্রায়- দুই কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস